কষ্টটা সয়ে যেতেই যতটুকু সময়
এরপর তো এন্তার মনও হবে স্নায়ূসহা,
অনাবাদী ইচ্ছেরা নিরলস রোদ চুমুকে
শনশন বাতাসে মাখে ধুলিকণা,
স্বপ্নেরা বপন হলে বসত খোঁজে গৃহত্যাগী মন।
ব্যাথার আকাশ ছুঁতে চায় উষ্ণতার রোদবালিশ,
বিপন্ন ঝাড়লন্ঠনকে গ্রাস করে বিষন্ন বাতাস।
গোধূলির ম্লান আলো ছুঁয়ে যায় কুলায় কলকাকলিতে,
স্বপ্নের বৈতরণীতে পা দুলিয়ে
ঘুরপাক খায় চোরাবালির গভীর আবর্তে।
প্রত্যয় আছে মনজমিনের সুপ্ত কোনে,
সময়ের আঁধার গহনে সাথে মিথ্যে আবর্তন।
মনের ভেতর অগুন্তি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কাটে আঁকিবুকি,
সাঁঝবাতি ফেরে ছায়ানীড়ে
সৃষ্টি সুখের আলোপথে।
রঙিন বুদবুদের অনন্ত ডালি সাজিয়ে নাহয়
প্রাণোচ্ছ্বল খুশির ধ্বজা দিই উড়িয়ে………