কিছুটা মিথ্যের আশ্রয় অবৈধ হলেও বৈধ,
তোমার অভিমান ছিল পুরোদস্তুর লৌকিক,
তবুও জমতে জমতে শিলালিপি এতদিন ছিল অপঠিত,
আচমকা এক পশলা বৃষ্টি অভিমান চূর্ণবিচূর্ণ করে হয়ে গেল রংধনু,
তোমার মন ছুঁয়ে তখন টুংটাং জলতরঙ্গ…..
স্বপ্নে সব সত্যি হয়ে যাওয়া ইচ্ছে গুলো বড়ই একপেশে,
সুত্র ধরে রাখে টানা কিছুদিন-
আলো ফোটা বিমর্ষ দিন বাঁধে না স্বরলিপি তোমার মত করে,
আমার ধারাবাহিক অপ্রাপ্তির মাঝেও আশাকে বাঁচিয়ে রেখেছি,
সত্যি মিথ্যের দোলাচলে দীর্ঘশ্বাস ঢেকেছি তোমার হলুদ আঁচলে……
অপেক্ষার ঝুল বারান্দায় স্বপ্ন মুচকি হাসে,
শিলালিপি আর স্বরলিপির মাঝে থই হারায় বাঁধা গৎ,
সময় সংলাপ মেপে চলে দিনলিপির সাতকাহন….