নববর্ষে শিশুর দলে
হুটোপুটি চলে,
বনের পশু মানুষের ন্যায়
মজা করবে বলে।
বাঘ এসেছে আমার বাড়ি
হালুম হালুম করে,
পোষা মেনি বলে তখন
মালকিন পুজোর ঘরে।
ঘন্টা দুয়েক পরে এসো
ঘরের শিকল শক্ত,
গণেশ বলে পুজোর দিনে
হয়তো আমার ভক্ত।
মুষিক ভয়ে কাঁপতে থাকে
হালুম হালুম শব্দ ,
পুজোর ঘরে কাঁসর ঘন্টা
বাঘ বাবাজি জব্দ।
নববর্ষে শেরু দাদা
মণ্ডা মিঠাই খাবে,
সারাটা দিন মজা করে
বনে ফিরে যাবে।