আমার এক পা ওপারে
আরো এক পা অবনীর এই অংশে
আমি বুক ভরে নিঃশ্বাসে হৃদপিন্ড বাঁচাই এপারের বাতাসে
নাক খুলে বুক খালি করি প্রশ্বাসে ওপারের বাতাসে
আমার প্রিয় ময়না টা খাচা খুলে দিলে রোজ চলে যায় ছাতু খেতে ওপারের শামিমের কাছে
ওপার থেকে একদল প্রজাপতি ছুটে আসে এপারের ফুলের মধু নিতে
মেতে থাকে পরাগমিলনে
শীতলক্ষ্যা নদী ছুটে আসে এপারের কুন্তীর কাছে
গোপন কথা নিয়ে
তবু কেন কাঁটাতার
ভারী বুটের আওয়াজ
ববি রান্না করে ওপারের পাক ঘরে বসে
এপারের ব্যাঙ্গালোরে র প্রেমিকের জন্যে
জিনিয়া আর রুবি একসাথে গেয়ে ওঠে বাংলার জয়গান
তোমার কোলে তোমার বোলে
কতই শাস্তি ভালবাসা
আ মরি বাংলা ভাষা
মধ্য রাতে চোখের ছানির মতো আলোয় মোক্তার ছুটে যায়
কবরের কাছে শাস্তির আশায়
এপারের মিতু মোক্তার কে ঘরে ফিরে যেতে বলে
নির্জনে বুক ভাসায়
অর্ন্তভেদী টর্চের আলোয়
খানখান হয়ে যায় অনন্ত অন্ধকার
ভারী বুটের শব্দ
এক উদাসী বাউল গেয়ে ওঠে
কি যাদু বাংলা গানে
গান গেয়ে দাঁড় মাঝি টানে
গেয়ে গান নাচে বাউল
গান গেয়ে ধান কাটে চাষা
আ মরি বাংলা ভাষা
ভারী বুটের শব্দ শীৎকার করে অন্ধকারে
দুপারে দাঁড়িয়ে জিনিয়া শামিমেরা একসাথে গেয়ে ওঠে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
এই কাহিনী লেখা হয়ে যায়
শব্দনগরের কাব্য কথায় ।