মিরাজুল ইসলাম
লেখক পরিচিতি
—————————
নাম : মিরাজুল ইসলাম
2007 সালে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়।পিতার নাম মো:সানাউল্লাহ মিয়া।ছোটকাল থেকেই বাবা-মা ও দাদার সাথে হেসে – খেলে বড় হয়েছে সে।বাল্যকাল থেকেই বাবার সাথে মুখে মুখে ছড়া বানাত এবং আবৃিত্তি করত। পরবর্তীতে স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় সে আরও আগ্রহী হয় সাহিত্য চর্চায়।তার লেখা উউল্লেখিত কবিতা গুলো হলো ; ন্যয়াধিকার,সংসার,আমি বাংলার ছেলে,একটা পাখি,কলা গাছ ইত্যাদি। তার রচিত উপন্যাস;মহা-কাহিনী।এই প্রথম কবি মিরাজুল ইসলাম (বাংলাসাহিত্য.নেট) এ ন্যয়াধিকার নামক কবিতা টি প্রকাশ করে।
মিরাজুল ইসলাম বর্তমানে সোনারগাঁও এর একটি বিখ্যাত স্কুল সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করছে।আবৃতিতেও সে জেলা পর্যায়ে তিনবার প্রথম স্থান অর্জন করেছে।
লেখকের সৃষ্টি
ন্যায়াধিকার || Mirajul Islam
সব পেশাদার চেয়ে দামি তারা,এই ভূবনে কৃষক যারা।তাহারাই আলো,তাহারাই ভালো,তাহারাই