ঠুনকো আবেগ বিকল রথে ,
রোজনামচায় নড়ে চড়ে ।
নিত্য সাজাই স্বপ্ন ঘোরে ,
মিথ্যে সুখের আস্ফালনে ।
আবেগগুলো মৌন ভীষণ ,
লুকিয়ে বাঁচে চুপটি করে ।
যেমনি করে অযতনে ,
দেওয়াল ফাটে শিকড় ফুঁড়ে ;
ঠিক তেমনি কাটলে আঁচড় ,
মনের ঘরেও রক্ত ঝরে ।
আবেগগুলো বড়োই অবুঝ ,
মিথ্যে আশায় কেবল বাঁচে ;
দুমরে দিলেও বুকের পাঁজর ,
আবেগ তাকেই আঁকরে ধরে ।