দিন বদলের ইতিহাস কি কখনো লেখা হয়
মিথ্যের জয় সর্বত্র দেখি সত্যের পরাজয়।
নয় কাহিনী হয় হয়ে যায় ইতিহাসে স্থান পায়
রাজা রাজড়ার রাজ কাহিনী ইতিহাস বলে যায়।
কাকে ধরে শাসক রাজা কারাগারে পোরে
যে গুণগান গায় না তারে ধরে এবং মারে।
রাজা বিরূপ হতে পারে এমন কর্ম নয়
কলুষিত রাজ ধর্ম কে কার মাথা খায়।
কালে কালে ইতিহাসবিদ হয় দাসানুদাস
মিথ্যে লিখলে পুরস্কার আর সত্যে সর্বনাশ।
যাদের খাজনা নিয়ে রাজার বিষয় বৈভব বাড়ে
চাষি মজুর শ্রমিক যারা তাদের অন্ন কাড়ে।
রাজা নেইতো কি হয়েছে মন্ত্রী যন্ত্রী বটে
আইন করে সব মানুষের খিদের অন্ন লোটে।
খেতে খাজনা যেতে খাজনা কিনতে খাজনা দাও
শুতে খাজনা থাকতে খাজনা নিংড়ে চুষে নাও।
খাজনা ট্যাক্স গুণতে মানুষ হচ্ছে বেদম রোজ
তবু ইতিহাস লিখে যাবে আচ্ছে দিনের ভোজ।
নুন আনতে পান্তা ফুরোয় মন কি বাত শুনি
পনেরো লাখের স্বপ্নে বিভোর আচ্ছে দিন গণি।
রাজ কাহিনির সব ইতিহাস শুধুই গর্বে ভরা
নব্বই ভাগ দেশের মানুষ হচ্ছে সর্বহারা।
কে লিখবে সেই ইতিহাস রাজার পোশাক লাখ
যে লিখবে তার গলায় ফাঁস আর পিছনে বাঁশ।।