তোমার মন ভোলানো প্রতিশ্রুতির কথা,
আজও আঁচলে বাঁধা, স্মৃতির বাক্সে
রয়েছে সযত্নে তোলা।
ঘূণ পোকারা সব কুরে কুরে খেলেও
কেন যেন দয়া করে রেখে গেছে ;
তোমার দেয়া প্রথম প্রতিশ্রুতির বন্যা।
বাসর শয্যায় মায়াবী জোৎস্না রাতে
মোহময় স্বপ্নালু আবেশে দিয়েছিলে কথা ;
রঙিন স্বর্গ সুখে রংমশালের ঝলকানিতে !
বিশ্বাস করেছিলাম,– ‘এটাই জীবন’ ।
দীপাবলির রাতে চোখ ধাঁধানো আলোর পিছে
আঁধারটা ঠিক লক্ষ করিনি কখনো ;
মোহ ভেঙে জানলাম ঠিক দশদিন পরে।
অষ্টমঙ্গলার রাত কাটিয়ে যেদিন এলে ঘরে…
আকন্ঠ সুরাপান, আতরের সুবাস,
হাতে বাসী জুঁই মালা।
তোমার প্রতিশ্রুতির কথা বলে প্রতিবাদ করেছিলাম ;
ফল হয়নি কিছুই,
বিনিময়ে মিলেছিল জুঁইমালা জড়ানো হাতের বিরাশি সিক্কার থাপ্পড়।
লেগেছিল আত্মসন্মানে আঘাত,
মুহূর্তের সিদ্ধান্তে একবস্ত্রে
ঝাঁপিয়ে চলে নতুন জীবনের সন্ধান।
নতুন করে খুঁজে পেলাম নিজেকে
আত্ম সন্ধানে –
কিন্তু সব ভুলে গেলেও
ভুলিনি সেদিন রাতের ঘটনা;
আজও খুঁচিয়ে যা আঘাত হানে –
করে বিদগ্ধ মন উতলা।