মিথ্যাচারী মানুষ যারা
সমাজ মাঝে চলে,
কপটতার মুখোশ এঁটে
লোককে লুটে ছলে।
মিছরি রসে কথা বলে
মনটা থাকে কালো,
চায়না তারা দেশ সমাজের
কোনকিছুই ভালো।
ছলে বলে কূট কৌশলে
নেইকো তাদের জুড়ি,
পরের সম্পদ হরন করতে
মিথ্য বলবে ঝুড়ি।
এমন মানুষ রঙের ফানুস
সহজ নয় তো চেনা,
এদের হতে তফাৎ থাকো
নইলে বাড়বে দেনা।
মিথ্যাচারী পাপাচারী
ডুবে পাপের ফাঁদে,
সত্যে থাকলে পাবে জেনো
প্রভুর হাতটি কাঁধে ।