হেঁট হয়েছি।
নত হলো মন -খারাপের
ছবিগুলো,
ঘুণাক্ষরের দেখে না কেউ
‘অহং’সূত্রে সাময়িক উত্তেজনা-প্রশমন।
বিলিয়ে দেয় দু-হাতে মণিমাণিক্য কাঞ্চন।
এক হতশ্রী বাঁদর এই সময়ে
নিবিড় বাধ্য সুবোধ ছেলে,
লেজমুড়ে বসে আরাম-কেদারায়
ঘন ঘন হাই তোলে,
তখুনি ওই কাটা-কাটা পলগুলো
নানান কথা বলে।
হেঁট হলাম বিধি বাম।
ওৎ পেতে ছিল গেলিলারা ,
বাবলা-জঙ্গলে ঠেলে আমাকে
অতি বিক্রমে,
আবার বুঝি এলাম ফিরে
যথা জায়গায় যথা পূর্বং।
হেঁট হলাম শূন্যে, উধাও শেষে,
দর্পণ-সম টলটলে সলিল
অবিধি অনিয়মে।…..