মা গো,জানি তুমি নাই
তবু আছ সব ঠাঁই ।
প্রভাতে তুলসী তলে
ধরি আঁচল গলে।।
করি তুলসী নাম
তুমি করিতে প্রণাম ।
সুমধুরা তুমি জননী
শেষ হেসে চলে গেলে জীনি।
ভেবেছিনু হলে কোন ফুল
নাকি তারকা ?বুঝি এও ভুল ।
দিন মানে দেখি তুমি নাই
স্বপনে তোমারে পাই।।
প্রতিভা বন্দোপাধ্যায়, আমার স্বর্গীয়া মায়ের উদ্দেশে লেখা কয়েক ছত্র । সেটাই আমার কাছে ছবি হয়ে আছে । আমার ক্লাস নাইন এ পড়া মা সে , সে যুগের শিক্ষিতা। আমার পড়ার কালে মাঁ ই আমায় রান্না ঘর থেকে পড়া বলে দিতেন । রান্না ঘরে মশলা বাটতে বাটতে দরাজ গলায় গান গাইতেন । হায়! সুযোগ হয়নি মধ্যবিত্ত ঘরে। তাঁরই কথা ভেবে লিখছি ।