মা গো তোমার আঁচল তলে
চিরশান্তির ছায়া!
তোমার ছোঁয়ায় আশিস মাখা
জীবন খুঁজে পাওয়া।
জীবন পথের প্রথম শেখা
তোমার হাতটি ধরে,
জীবনবোধের শিক্ষা তুমি
দিয়েছো প্রাণভরে।
” মানবসেবাই মাধব সেবা”
এই কথাটি ই সার,
জেনেছি মা তোমার কাছে
ভুল নেইকো আর।
” মান “আর “হুশ “এ দুই মিলে
“মানুষ” হওয়ার কথা
শিখিয়েছো যে তুমিই মাগো
নেইকো কোনো ব্যথা।
আঁচল ভরা ভালোবাসার
অমূল্য সেই দান,
মাগো তুমি ভরিয়ে দিলে
আতুর এ মন প্রাণ।
জনম জনম প্রার্থনা মা
তোমায় যেন পাই
তুমি ই আমার আরাধ্যা “মা”
আর কিছু না চাই।