আমি হাসি খেলি গান গাই,
তোমার পায়ে মাথা নোয়াই
হৃদয়ের আনন্দযজ্ঞে শুধু তোমার কথা বলে যাই,
মা মাগো মা
নেই তোমার তুলনা,
মাথার ওপর তোমার ছায়া
মনের মাঝে তোমার কায়া,
কান্নাহাসির-দোল-দোলানো
সবকিছুতেই মনভোলানো
তোমার মুখে স্নেহের হাসি
সারা জীবন ভালবাসি,
মা মাগো মা
ভুল করলে করে ক্ষমা,
জীবন মাঝে আলো হয়ে
থেকো তুমি মা।