এমনই একদিন কোনও এক ভোরে—
এসেছিলাম মা গো তোমার জঠরে,
আজও জানি না মা কেমন করে!
ছুঁড়ে ফেলে আমায় কারা এত ঘৃণা ভরে।
কাটে নি কি তোমার বিনিদ্র রজনী?
আনমনে একফোঁটা জল কখনও কি ফেলনি?
না হয় ছিলাম না তোমার ভালোবাসার ফসল!
তবু আমার মা তো ছিল পবিত্র আসল।
বাধা হয়ে দাঁড়িয়েছিলাম তোমার আগত সুখের—
তাই তো চাও নি দেখতে এ অনাগত মুখের,
দুর্ঘটনার কথা তুমি করেছিলে গোপন,
হতে পেরেছ কি নিজ বিবেকের আপন?
লক্ষীমন্ত বধূ তুমি,দূর্গারূপী মা—
শুধু ভ্রূণলক্ষীর সাথে করলে ছলনা,
কখনও কি স্বপ্নে তুমি আমার কাছে আসো?
জড়িয়ে কি ধর বুকে,যেমন ভাইকে ভালোবাসো?