মায়ের কাছে ছেলেমেয়ে
সমান আদর পায়,
অসুখ হলে রাত্রি জেগে
সেবা করেন ঠাঁয়।
সকল মায়ের কাছে তাদের
সন্তান সেরা ধন,
শতেক কষ্ট সন্তান তরে
মায়েরাই তো সন।
ছেলেমেয়ের চোখের জলে
ভাসে মায়ের বুক,
আঁচল ছায়ে ঢাকতে যে চান
সন্তানের সব দুখ।
জগত সেরা স্নেহে ভরা
থাকে মায়ের মন,
জ্ঞানী গুণী তাইতো সবাই
মাতৃ সেবায় রন।
শিক্ষা দীক্ষায় সন্তান যখন
অনেক বড়ো হয়,
মায়ের সেবা যত্ন করলে
জীবন সুখে রয়।