পাহাড়ী কুয়াশার ঝাউবনী সকাল
ওষ্ঠ জুড়ে লেপ্টে রয়েছে বিষাদ,
তরঙ্গিত ঝর্ণার ঝর ঝর তন্ময়তায়
মন ছুঁয়ে যায় উড়ন্ত চুলের মাদকতা,
পাইন দেবদারু গাছের নির্জনতায়
সর্পিল বাঁকে স্পর্শের উষ্ণতায়,
ছোঁয়া না ছোঁয়ার দোলাচলে
লজ্জাবতী লতার মতো তোমার নীরব আত্মসমর্পণে
আমার মনপাহাড়ে বেদুইন জোছনা……
মেঘের সাথে ভেসে বেড়াই অবাধে,
অভিমানী বৃষ্টির কাজল চোখে
লুকিয়ে থাকে অদৃশ্যে কাছে পাবার মাহেন্দ্রক্ষণ,
নেমে যখন আসো তুমি জল হয়ে;
আচম্বিতে উবে যায় যাবতীয় মনখারাপের প্রহর..