দেবতার গলায় জড়িয়ে আছে
সাত সমাহার পুষ্পের মালা, জড়িয়ে আছে ধুতুরার বেড়ি
শিবের গলদেশে।
অয়িমূক ধ্রুবতারা সাক্ষী জনে
বধূর মালা গলায় নিলাম। নিশ্চল পাথরের গলার সেই মালা
কাঁদে কি কভু,
অন্তর কাঁদে শুধু বেদনায়। মালার ভরে নুয়ে গেছি,
এ মালা বিষম জ্বালা,
সাক্ষী তবু গ্রহতারা, ফেলে আসা দায়
মালার অন্তরোষে পুড়ে গেছে বুঝি অঙ্গ।
তবু ভালবাসি বধূর বনবীথি মালা,
ভালবাসি বধূর কোমল হাতের
প্রেমের পরশ দিয়ে গাঁথা এই মালা।
ভালবাসি বধূর অয়ি মৌন মুখ,
চেয়ে থাকে অরিরাম…নিশ্চল পাথর সম
ডাগর কালো ভ্রমর — মুখ বুঝি
আকাশের চাঁদ।
ভালবাসি মালায় জড়ানো বধূর
প্রাণের বাঁধ,
উদ্বেল আবেকটুকুর কামনা-বাসনা
ভালোবাসি বধূর সুপ্ত সাধ।