ইচ্ছুক ইশারা পেয়েও পিছলে যাচ্ছো , ভয় !
তবু মেঘের ইচ্ছে বেড়ে বেড়ে নদী নিশ্চয় ।
হ্যাঁ-ও নয় , না -ও নয় –ছায়াসুখ–কি উপমা নেবে ?
মারীচ নয় , হরিনও নয় , আলেয়া উদ্বেগে ।
পাহাড় টেনেছে , তাই সমুদ্রে গেলে !
টানের শেকল বাড়ে অতলের জেলে ।
কোথা যাবে শেষমেশ , আকাশের নীলে ?
মায়া স্মৃতি মেলাবেই মুঠি সোনা বিলে ।