ক্রীড়া জগতে এলো শোকের ছায়া
চলে গেল কাটিয়ে জগতের মায়া
থেমে গেল পথ চলা অবশেষে
হৃদাক্রান্ত হয়ে বছর ষাট বয়সে।
ছিলেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার
দিয়েগো আর্মান্দো মারাদোনা নাম তার
জন্মেছিলেন ঊনিশশত ষাট ত্রিশ অক্টোবর
তার প্রতি ফুটবল স্কাউটের পড়েছিল নজর।
দশ বছর বয়সে জুনিয়র্স-এ প্রথম পেয়ে সুযোগ
বছর ষোলতে নিল আন্তর্জাতিক ফুটবলে উদ্যোগ
খেলার সুযোগ হারায় উচ্চতা কম বলে
খেলেনি বিশ্বকাপ ফুটবলের জাতীয় দলে।
আঠারো বছর বয়সেই দক্ষিণ আমেরিকার
নির্বাচিত হলেন তিনি সেরা ফুটবলার
ফিফা বিশ্বকাপ খেলেছেন চারবার
স্বর্ণ গোলক পেলেন সেরা খেলোয়াড়।
পৌঁছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে
জয়লাভ করেন দুই এক গোলে
খেলা ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা
জয়ী আর্জেন্টিনার পক্ষেই মারাদোনা।
ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় দুই গোল
জালে মারাদোনার হাতে লেগে বল
সেই গোল হ্যান্ড অব গড নামে খ্যাত
ফুটবলের যাদুকর মারাদোনা বিখ্যাত।
আর দ্বিতীয়টি প্রায় ষাটমিটার দূর থেকে
ড্রিবলিং করে পাঁচজন ডিফেন্ডারকে
পাশ কাটিয়ে গোলপোস্টে অন্তর্গত
সেই গোল সেরা গোল পেল স্বীকৃত।