শীতটা এলেই চনমনে মন
পিঠে পুলি খেতে,
নানা রকম পিঠের স্বাদে
মনটা ওঠে মেতে।
নতুন চালের গুড়ি হলে
ঢেঁকিতে পাড় দিয়ে,
সেদ্ধ পুলি,চিতই পিঠে
খাই যে মজা নিয়ে।
গোকুল পিঠে ,চন্দ্রপুলি
নারকেল পুরটা ভরে,
দিতেন যে মা হাসিমুখে
সবার হাতে ধরে।
মায়ের হাতের কদম পিঠে,
খেজুর গুড়ের পায়েস,
যায়না ভোলা স্বাদটা যে তার
খেতাম করে আয়েশ।
শীতের সাথে মায়ের স্নেহ
জড়িয়ে যে থাকে,
বছর ঘুরে শীত আর মা যে
মনটা ভরে রাখে।