কি রে খোকন পড়াশুনার
পাইনা আওয়াজ কেন!
ফিসফিসিয়ে কথার শব্দ
শুনছি কানে যেন।
ওরে বাবা! তোরা দুজন
আবার জানলা ধারে,
ডাকিস এসে খেলার তরে
কেবল বারে বারে!
কানটা মুলে দেবো এবার
ধরতে যদি পারি,
যাচ্ছি দাঁড়া করতে নালিশ
গিয়ে তোদের বাড়ি।
বেচাল যত ছেলে তোরা
করিস না যে পড়া,
সকাল হতেই খেলা শুরু
দিনমান শুধুই চরা।
খোকন আগে পড়া করো
খেলতে যাবে পরে,
নাহলে সব খেলা বন্ধ
থাকবে রুদ্ধ ঘরে ।