সেই ১৪ ফেব্রুয়ারী এসেছে ফিরে
নিহত সৈনিক প্রাণ পুলওয়ামা ঘিরে
আছে মনে বসিয়ে তাদের পিঠে ছোরা
মায়ের ব্যথা বাড়িয়ে দিয়েছিলি তোরা।
লাভ নেই আর প্রণাম জানিয়ে
সেই ক্ষত আজও যায়নি শুকিয়ে
ফিরবে না সে আর মায়ের বুকে
চির শান্তিতে ঘুমিয়ে পরলোকে।
সেই ১৪ ফেব্রুয়ারী এসেছে ফিরে
নিহত সৈনিক প্রাণ পুলওয়ামা ঘিরে
আছে মনে বসিয়ে তাদের পিঠে ছোরা
মায়ের ব্যথা বাড়িয়ে দিয়েছিলি তোরা।
লাভ নেই আর প্রণাম জানিয়ে
সেই ক্ষত আজও যায়নি শুকিয়ে
ফিরবে না সে আর মায়ের বুকে
চির শান্তিতে ঘুমিয়ে পরলোকে।