বিষণ্ণ আকাশের ভিতর দিয়ে উড়ে যাচ্ছে মেঘ
মাটির যাপনে আঁকা হচ্ছে শূন্যগর্ভতা–
এক অপূর্ণ আভাসের সমান্তরাল স্থিরচিত্র।
এই তুমি ছিলে, আবার এখুনি নেই, এই অনিশ্চয়তা
আমাদের নিয়ে যাচ্ছে এক মায়াবী নিশ্চয়তায়।
একটি রৈখিক সোপান থেকে আর একটি,
একটি কাল্পনিক বহুমাত্রিকতা থেকে কিছু
সেতু বন্ধন রচিত হতে হতে মিলিয়ে যাচ্ছে
কোনো গহীনতার ভিতর কোনো রহস্যময়তার ভিতর।
একটি শীর্ষ বিন্দুতে মিলিত হবার আগেই আর একটি
নিরেট শূন্যতা।