পথ চলতে চলতে আমি আজ ক্লান্ত —-
দিশেহারা এক পথিক,
যে পান্থ খুঁজে বেড়ায় নিজের ঠিকানা।
অনেক টা পথ আমি কাটিয়েছি বিষন্নতার এক মায়াজালে,
নিজেই এই জালের সৃষ্টিকর্তা ।
কত কিছু ভেবে নিয়ে সৃষ্টির এক বুনট তৈরি করেছি,
ভেবেছিলাম কারিগর হিসেবে আমি খুব দক্ষ,
কিন্তু আজ দেখছি ওটা আমার দম্ভের পতন।
আমি হেরে গেছি —-
পারিনি,
সেই মায়াজাল শক্ত বুনটে তৈরি করতে —
তাই তো সেটি ছিন্ন ভিন্ন হয়ে ছিঁড়ে গেলো,
ছিঁড়েছে সমস্ত অস্তিত্বের আবেগ আর স্বপ্নের এক আবাসন।
অনেক কিছুই ভেবেছি নিজে নিজে —-
তবে আজ আর ভাবতে চাইনা,
কোনো কিছুর প্ররোচনা বা প্রলোভন কোনোটিই আমার প্রযোজ্য নয়।
শুধু প্রযোজ্য একরাশ নীরবতা,
যে নীরবতা আমি অনেক চেষ্টা করে আজ আনতে পেরেছি —-
একদম চুপ হয়ে যেতে চাই,
যতটা চুপ হলে বুঝতে পারবে কষ্টের এক নিদারুণ কক্ষে আমি রয়েছি