তুমি বলতে পারনা
পুঙ্খানুপুঙ্খ রূপে কিশোরীকে
মাপজোখ করে দেখেছি।
অনুশোচনায় বেড়ে যায় বেলা
দুপুর গড়িয়ে বিকেল অথবা সন্ধ্যা ,
ওপারে বুনে যাওয়া ছবির প্রত্যাশা
ঘোরাফেরা করে।
নির্লিপ্ত কৈশোর যৌবনের দ্বার
নিরীক্ষণ করেছে অথবা
সে জানে তার বয়সের ওজন…..
মাপজোখে চলে মায় সময়।
তবুও ওড়না খোলার সময় আসেনা।
হলুদ বসন্তের মায়াবী খেলা
কিছু পাখি মাথার ঘোমটা
খুলে উড়ে যায়….
আনাচে কানাচে জেগে থাকে
শাশ্বত নিয়মের চিরন্তন প্রথা
মাপজোখ হয়না
জাতপাত আচার….
তাই স্বপ্নের সিঁড়িতে দাঁড়ানো কৈশোর
একবারে আঘাত করে বার্ধ্যক্যের কঠিন দরজায়।