সে বলল আমায় বুঝেছো কিছু?
আমি বললাম কচু
শব্দ নিয়ে খেলেছো শুধু
মানে নেই যার কিছু।
পড়ি তো আমি সব লেখা
যখন ঘরে থাকি একা
পড়তে লাগে বেশ
নেই তো কথার শেষ।
এত কথা জাগে মনে
রাগ অনুরাগ অভিমানে
বসে বসে ভাবি তাই
মনের কথার শেষ নাই
শব্দমালায় গাঁথ বেশ
দুঃখ সুখের নেই অবশেষ।
প্রেমের কথাও বলতে পারো
রঙ ধরিয়ে মনটা কেড়ে
বসিয়ে তখন প্রেমের ঘরে
ডুব দিতে চাও মন সাগরে।
শব্দ বুনে যাও ভেসে
গল্প করে হেসে হেসে
কখনো দেখি চোখ পাকাও
রেগে কত ঢং দেখাও
রাগলে তোমায় বেশ দেখায়।
সে সব মন ভাবতে চায়।