মুখোশধারী মানুষে মানুষে ছয়লাপ চারিপাশ
বোঝার কোন উপায় নেই কে ভালো কে খারাপ,
এ নিয়েই দেখো দিব্বি কেমন চলছি
কিন্তু সত্যিই কি ভালো আছি?
আমরা ভীত সন্ত্রস্ত, বিশ্বাসে পড়েছে ঘাটতি
শংকা ভয় করেছে গ্রাস মানুষের মন মেজাজ,
সত্যিটা সামনে আনতে ভয় করে আজ।
সত্যকে আড়াল করতে
নিজেরাও অজান্তে মুখোশ পড়ে আছি,
তাই নিয়ে দেখো দিব্যি চলছি।
রিপুকে দমন করতে আজও শিখিনি
পঞ্চ ইন্দ্রিয়ের ষড়রিপুর কাছে নিজেকে সঁপে দিয়ে পরাজিত আধুনিক সমাজ।
কুড়ে কুড়ে খায়না বিবেকবোধ আজ,
লেখা থাকে শুধু বইয়ের পাতায়।
মানুষ রূপী শয়তান আকছার জন্মায়
এখানে সেখানে, সমাজের আনাচে কানাচে।
মুখোশের আড়ালে শয়তানদের যায়না ধরা,
তাই অবলীলায় চলে তাদের তাণ্ডব লীলা।
কবে হবে শেষ এই কলির খেলা !
আনন্দের মেলায় ভাসাবো ভেলা!
অন্ধ বধির নিরাপরাধের হাতপা বাঁধা অসহায়তার কাছে।
চোখ বেঁধে বসে আছি গান্ধারীর মতন –
কৌরবদের অপশাসনে
করার কিছুই থাকেনা,
মহাভারতের পুনরাবৃত্তি দেখা ছাড়া।