মানুষ ভাবনায় প্রতিবন্ধী হয়, শারীরিক প্রতিবন্ধীকতা শব্দ মাত্র
অকাট্য সত্যি কথা আসলেই শুনতে তেতো লাগে । তবুও গভীর মননে চিন্তা করলে দেখা যায় যে, বস্তুতঃ মানুষের ভাবনা- চিন্তাধারা তেই রয়েছে প্রতিবন্ধকতা।
আজকাল যুগের ক্রমবিবর্তনের সাথে বিজ্ঞান যতোই এগোচ্ছে ,মানুষের ধ্যান- ধারনা কি সেইভাবে এগোচ্ছে বলে মনে হয়?
চারপাশে চোখ বুলাতে বরং উল্টো প্রতিক্রিয়া দেখা যায়।
যারা শিক্ষিত ,আধুনিক মনস্ক বলে নিজেদের সমাজে জাহির করে বেড়ান ,তাদের মানসিক চিন্তাধারা ও কার্যকলাপে মন আহত হয়,তাদের অসুস্থ ও অস্বাভাবিক চিন্তাধারা ইতোমধ্যে রীতিমতো প্রতিবন্ধীমূলক।
সত্যিকারের যারা জন্মগত বা ভাগ্যের পরিহাসে দূর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে জীবন যাপন করছেন ,তারা কিন্তু নিজেদের শারীরিক অক্ষমতাকে তেমন গুরুত্ব না দিয়ে জীবনকে অন্যধারায় চালনা করতেই
যথাসাধ্য যত্নশীল হচ্ছে।অবশ্য একথাও ঠিক যে এর পেছনে রয়েছে পরিবারের আপনজনদের সহমর্মিতা ও ভালোবাসাপূর্ণ উদারতা।
এটা তো মানতেই হয়,প্রতিবন্ধী কেউ ইচ্ছে করে হয়না,তখন তাদের চাই পরিবারের সম্পূর্ণ সহযোগিতা যা তাদেরকে মনোবল ও উদ্দীপনা জোগাবে শারীরিক অক্ষমতাকে অগ্রাহ্য করে অদম্য প্রেরণাতে জীবনকে বিশেষ কোন নির্দিষ্ট লক্ষ্যপথে নিয়ে যাওয়া।
পৃথিবীতে এমন নজিরের অভাব নেই যে বহু শারীরিক প্রতিবন্ধীরা জীবনযুদ্ধে শারীরিক অক্ষমতাকে জয় করে সমাজে বরণীয় ও স্মরণীয় হয়ে আছেন।
অঙ্গ-প্রত্যঙ্গহীন প্রতিভাবান ব্যক্তিরা অনেকেই কেউ বিজ্ঞানী,গায়ক, চিত্রশিল্পী,নৃত্যশিল্পী,বাদক ও বিভিন্ন গুণের অধিকারী হয়ে প্রতিষ্ঠা ,সম্মান ও যশের অধিকারী হয়েছেন ।
তাই প্রতিবন্ধকতা কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনা,মানুষ চাইলে প্রবল ইচ্ছাশক্তির বলে অসাধ্য সাধন করতে পারে।
ফলে,মানুষ ভাবনায় প্রতিবন্ধী হতে পারে, শারীরিক প্রতিবন্ধকতা মানুষের ইচ্ছেও প্রয়াসকে দমিয়ে রাখতে পারেনা।
আমার স্বচক্ষে দেখা একটি প্রতিবন্ধী ছেলে ,বছর চৌদ্দ পনেরো হবে বয়েস ,পাদুটো নেই,কি অদ্ভুত ছবি আঁকতো ! অসাধারণ যাকে বলে।
আরেকটি মেয়ে ,হাত নেই,পা দিয়ে আঁকতো ,দেখলে অবাক হয়ে হয়।
জন্মান্ধ ,কখনো গান শেখেনি,দারুন গান করে ।
তাহলে? এইযে,এসব প্রতিবন্ধীরা তো শারীরিক বৈকল্য আঁকড়ে পড়ে থাকেনি ।দিব্যি পরিবারের ভরণপোষণ চালিয়ে যাচ্ছে ।তাছাড়া ,সবচেয়ে বড়ো কথা,এরা কারো বোঝা হচ্ছেনা বরং সহায় হয়ে দাঁড়িয়েছে।
যেসব মানুষের ভাবনা ধারাই প্রতিবন্ধী ,তারা চিরকাল কূয়োর ব্যাঙের মতন পিছনেই পড়ে থাকে,আর সমাজের মানুষের কল্যাণে লাগা তো দূরের কথা ,সামান্য মানবিকবোধটুকুও তাদের থাকেনা ,এই ধরনের মানুষ সমাজের ক্ষতিকারক।
তাই,সর্বতোভাবে একথা সর্বাংশে ঠিক যে মানুষ ভাবনায় প্রতিবন্ধী হয়।আর , শারীরিক প্রতিবন্ধকতা শুধুমাত্র একটি শব্দ।