অতি আলো নিভে যায় গভীর কথার চুপিসারে
জাপটে ধরে অন্ধকার নিষিদ্ধ পল্লীতে
জেগে থাকে বিচ্ছিন্নতা বোধ প্রহসনের বিচারে
ফানুসের উৎসবে অমাবস্যার বুক কাঁপে।
প্রতিশোধের আগুন ;গোটা পাহাড় পুড়ে ছাই
বেরিয়ে আয় বেরিয়ে আয়, ডাকে ওই জাতিভাই।
রাস্তায় আঁকা লাল পদচিহ্ন ; রক্তিম লাজে বঁধু পয়মন্ত!
হায়নারা ওঁৎ পেতে, রক্ত চেটে স্বাদ নেয় জিভেতে।