সদ্যজাত মানব শিশু জন্মায় এই ধরায়,
ছোট্ট তবু অন্তর তাদের ভরা বিশ্বম্ভরায়।
জনম পূর্বে নীলাম্বরে থাকে রশ্মি-রূপে,
বিধাতার এই নিয়ম মেনে জন্মায় মানব-রূপে ।
দুদিনের জন্যে মর্ত্যে আসে অস্পষ্ট তার বাণী,
দৈবরূপে প্রকাশ পায় কোমল দেহখানি ।
ভুবন ভোলা তাদের হাসি জগৎ ভরে আলোয়,
উদ্বেলিত খুশির জোয়ার ভাসে খুশির নিলয় ।
সুখে ভরা তাদের জীবন আনন্দে অধিকার,
ব্যাথার রোদন সুরে তাদের জগৎ অন্ধকার ।
মানব-রূপে এদের মাঝে ঈশ্বরেরই বাস,
অন্যায়ের এই দেশে এসে তাদের সর্বনাশ !
একদিন যারা এসেছিল দেবতারই সাজে,
হায়….বিধাতা আজ এদেরই খোঁজে মনুষ্যজাতির মাঝে ।