মানব জাতির সবার মতি
নয়কো সমান ভবে,
কেউ যদিবা সহজ সরল
কেউ বা গরল তবে।
গরল যারা মনটা কলুষ
সদাই চিন্তা করে,
পরের ঘাড়ে কোপটা মেরে
নিজের সঞ্চয় গড়ে।
ন্যায়-অন্যায়ের ধার ঘেঁষে না
ছল চাতুরী করে,
পরের মন্দ সাধন করে
মন খুশিতে ভরে।
ভালো মনের মানুষ যারা
মিলে মিশে থাকে,
পাড় পড়শীর ভালোমন্দের
খবর তাঁরা রাখে।
মানবতা নেইকো যাদের
অতি কুটিল তারা,
ভাবে নাকো শেষের দিনে
শাস্তি পাবে তারা।