ঝুলে আছি বেপরোয়া সময়ের ডালে
নিদ্রা দেবে ঘুমপরী বিপন্ন আঁচালে ।
প্রয়োজন ভিত্তিক প্রতিবাদ ক্ষেতে
আসে যায় বুধগণ বুনো স্বাদ পেতে !
বিবেক বন্ধক রেখে পরজীবী চরে
ক্ষমতার চারপাশে কিলবিল করে ।
কবিতা আসে না ক্রোধে , জগন্নাথ মুঠি
পেনের ডগায় কাঁদে মোরগের ঝুঁটি ।
হিমঘরে মোমবাতি মানব শৃঙ্খল
কোথায় লুকোলো শোক , মিছিলের ঢল !
সংখ্যালঘু বদলে যায় বদলে গেলে দেশ
মানবতা বদলে গেলে মানবতা শেষ !