মাদকের আরকে হয় আসক্ত যেজন
অশেষ দূর্গতি ভোগে তার পরিজন
মাসান্তে বা দিনান্তে যা করে উপায়
মাদকের নেশাতে সকলি খোয়ায়
মাদকের অনুরাগে নিজ পরিবার
পায় শুধু অবহেলা,না পায় আহার
আপন সন্তানেরে স্নেহ নাহি করে
মাদকের সুধারস নাশে বিবেকেরে
মাদক বর্জন আজ অতি দরকার
নাহলে,ধ্বংস হবে ,সমাজ–সংসার
লাখো পরিবারে নামবে ঘোর আঁধার
প্রতিবাদে আগুয়ান হোক সরকার
মানবতা হীনতায় বেঁচে থাকা দায়
একথা বোঝাতে হবে– জনতায়
দৃঢ়তার সাথে এসো হাতে হাত মেলাই
অবক্ষয় রুখতেহলে একজোট্ চাই।