এসেছিলি তুই মায়ের কোলে
পূর্ণ করে দশ মাস দশ দিনে,
প্রসব বেদনা গিয়েছিল মা ভুলে
তোর প্রথম কান্নার রোল শুনে।
তখনই নিল মা বুকে তুলে
থামল কান্না মাতৃসুধা পানে।
তোকে জড়িয়ে ধরে বুকে
হাসল মা ভীষণ মহাসুখে।
রঙিন স্বপ্ন,যায় মা জাল বুনে
সর্বদাই আগলে তোকে রাখে।
নিশ্চিন্তে মায়ের বুকে শুয়ে
দুই চোখ বুঁজে ঘুমে জড়িয়ে।
মানুষ হবে বড় হয়ে ছেলে
ভাবনায় তার মন ওঠে দুলে।