মাতৃভূমির মাটিতে পাই
মায়ের স্নিগ্ধ ঘ্রাণ ,
মাটির মায়া শীতল কায়া
জুড়ায় সবার প্রাণ।
ফলে ফুলে শস্যে ভরে
মাতৃভূমি রয়,
উদার আকাশ বন- বনানী
মুক্ত হাওয়া বয়।
নদী নালা খালে বিলে
ভরে আছে মাছ,
পাখ- পাখালির কূজন সুধায়
মুখর সকল গাছ।
পাহাড় গিরি ঝর্ণাধারা
রূপের নেই কো শেষ,
ঋতুর চক্রে রূপের বদল
অতুল আমার দেশ।
চন্দ্র সূর্যের অরূপ রূপে
মুগ্ধ হয় যে মন,
মাতৃভূমি জগৎ সেরা
পরম অতুল ধন।