মাটি ছোঁবো বলে হাজার বছরে পেরিয়েছি ক্রোশ পথ
খালি পদতলে জমাট রক্ত পূরে নি তো মনোরথ ।
মাটি ছোঁবো বলে কৃষ্ণপক্ষে মৃগাঙ্ক খুঁজে যাই
ব্যর্থ মনে তমসাবৃত রাত্রির দেখা পাই !
মাটি ছোঁবো বলে একাকী নিশীথে জোনাকের আলো দেখি
নিয়ন আলোর মায়াবীকতায় সত্যটা হয় মেকি !
মাটি ছোঁবো বলে কবিতার ঘ্রাণে রবি নজরুল খুঁজি
অশ্লীলতায় মোড়া শব্দে আতঙ্কে চোখ বুঝি !
মাটি ছোঁবো বলে ফেলে আসা পথে স্মৃতির শিশির মাখি
হারিয়ে গিয়েছে সবুজ মাঠের ঝাঁক ঝাঁক টিয়া পাখি ।
মাটি ছোঁবো বলে কান পেতে শুনি পরান মাঝির গান
শিল্প শহরে শ্রমিক পরান বিষণ্ন মনপ্রাণ !
মাটি ছোঁবো বলে কিশোরীর মন উচ্ছ্বাসে ভরপুর
পাশবিকতার ধর্ষণ জুড়ে বাজে বিষাদের সুর ।
মাটি ছোঁবো বলে রূপকথা আঁকে তেপান্তরের মাঠ
মহামারী কালে মুঠোফোন দেয় বিদ্যালয়ের পাঠ ।