মৃত্যুকে মমিতে মুড়ে ছড়িয়ে পড়েছিল বিপ্লব ।
মস্কো থেকে উড়ে আসছে মিসাইল ।
মৌরাং অরণ্যে আজাদ ভারতের প্রথম জাতীয় পতাকা ।
মনিপুরের মাটি পুড়ে যাচ্ছে শতমূলী স্বার্থের জ্বালে ।
ইতিহাসের শোকের পাথরে কবিতা নয় ,
রিপোর্ট খোদাই করে যাচ্ছে দুঃসময় ।
লঙ্কার লোকালয়ে নয় , প্রাচীরের বাইরে ,
হস্তিনাপুরে নয় , কুরুক্ষেত্রের মাঠে সভ্য রক্তসার !
ইয়েমেন সুদান ইউক্রেন ইত্যাকার
আধুনিক খন্ড খন্ড দ্বীপে
যুদ্ধের বোমায় জ্বলছে হাসপাতালের সবুজ শয্যাক্ষেত ।
ক্ষমতার বহুরূপী ডুয়েলে বোধিবৃক্ষ ধরাশায়ী ।
পৃথিবীর ভূগোলের সারা গায়ে উদ্বাস্তু খোলস ।
বনিকের নোলানালে কাঁড়ি কাঁড়ি কার্বন পাহাড় ।
মাটির শেকড় সমুদ্রে মধুমতী আশাজল ।
সূর্যের জেটিতে ক্লোরোফিল – জাহাজ ভোরের অপেক্ষায় ।