এমনি মানেই চাইবো নীলাম্বরী
সময়- পরী ঘুরিয়ে দেবে টান ?
ধুম্ বিষাদে চোখের পাতা স্থির
মাঘের ঘামে অসহ আনচান ।
সমান মানে ভালবাসার ঘুড়ি
জিইয়ে রাখা ভীষণ পরীক্ষা ,
নদীই থাকে মোহনা পর্বতে
চুম্বনে ধীর থিতু তিতিক্ষায় ।
তেমনি করে পারি কি আমরা
সমান টানে মনের ভিতর মনে
ঠিক রেখে , সুর বাজতে একই ছড়ে
দুঃখ- খাওয়া সুখের আচমনে !
কি পারি আর না পারি কি জানি ?
এখন থেকেই গুনবো কেন গুন ,
আজ ভেসেছি টলমলানো চোখে
কালকে না হয় ভাঁজবো ভেজা ধুন !