মাগো, তুমি না থাকলে
আদর-যত্নে কাটত কি মোদের শিশুকাল??
স্নেহের বাঁধনে পরম সুখে
রাখতো কি কেউ বলো সন্তানের খেয়াল??
মাগো, তুমি না থাকলে
ধরার বুক থেকে স্নেহ-মায়া যেত হারিয়ে।
মমতার স্পর্শ বিরল হতো
নিষ্পাপ শিশুপ্রাণ আঁধারে যেত যে তলিয়ে।
মাগো, তুমি না থাকলে
চরম ব্যাধিতে কে এসে আরোগ্যদান করতো??
সকল আবদারের অকৃত্রিম ঝুলিতে
সমাকীর্ণ কে আছে বলো আর তোমার মতো??
মাগো, তুমি না থাকলে
অগাধ বিশ্বাসে হত কি ভুবন আলোকিত??
শত অপরাধেও ক্ষমার দৃষ্টিতে
পাবো কাকে বলো কাছে তোমাকে ব্যতীত??
মাগো, তুমি না থাকলে
প্রচন্ড বেদনায় পেতাম কি আশ্রয় কভু তোমার কোলে??
প্রত্যাশা অভিমান ব্যর্থতার কান্না
কে ভোলাতো বলো বক্ষে জড়িয়ে নিবিড় অতলে??