তোমার নামের শূন্য চেয়ার আঁকড়ে থাকি
গল্প গুলো অন্য পথে আজও বাকী
অদৃশ্য এক পালক লাগায় শুড়শুড়ি
রয়েছে পাক পদ্ম হয়েছে কবেই চুরি
বকুল বিকেল চায়ের চুমুক পানসে লাগে
তোমার খবর ভেসে আসে হাওয়ার আগে
চিঠির ঠোঁটের সবুজ সুর হলুদ যখন
অপেক্ষা জুড়ে মহাসাগরের জ্বর ভীষণ