সুখেরও লাগি ঘুরিফিরি কোথাও সুখ নাই
ভোরের সূর্যোদয়ের আলোয় সুখ খুঁজে যাই।
পথশ্রান্ত ,দিকভ্রান্ত একা,একা দিশাহারা
পথে পথে আপনে খুঁজি রণক্লান্ত পথহারা।
তুমি চলে গেছ, সব আলো নিভে গেছে
হিমেল হওয়ায় শীত কাঁপানো রাতে
সবুজ পাতারা দেখি নুয়ে ভুয়ে পরে আছে
শূন্য বাতায়নে পাখিরা কাঁদে প্রাতে ।
আমি কি আছি যেমন ছিলাম প্রিয়তম
ঘর ভেঙে গেছে হাসি কেবল অগ্নিসম।
যাবার বেলায় কোন কথাই তুমি বলোনি
আজ বুঝেছি ব্যর্থতা কেমন জ্বালে অগ্নি।
বিসর্জনের ঢাক বাজে ,বেদনভরা আকাশে
মধু কথারা হারিয়েছে মুখে বিষাক্ত বাতাসে,
উদ্বেলিত,বিক্ষিপ্ত আজ নিশ্চিন্ত পরাজয়ে,
রণক্ষেত্রে একাকী সেনা অনিশ্চিত পরাভয়ে ।