প্রেমের পাহাড়ে বসে সোনালী তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে–
আমার কর্ণকুহর বিদির্ণ করে বলেছিলে-
সানি I Love You….তোমায় ভালোবাসি…
পাহাড়ের চূড়ায় বসেছিলাম দুজনে!
তোমার কথাগুলো বারংবার প্রতিধ্বনিত হচ্ছিল!
খুশিতে আত্মহারা হয়ে বলেছিলাম
সোনালী চলো একসাথে পাখির মতো উড়ে বেড়ায়–
উড়তে শিখিয়ে প্রেমের পাহাড় থেকে কোথায় অন্তর্ধান হলে!
দিকভ্রান্ত হয়ে তোমার সানী বিশ বছর ধরে উড়েই চলেছে !
উড়তে উড়তে ডানাজোড়া বেশ ভারী হয়ে গেছে,
একদিন এক যুবক যেন বাবা ডেকে ওঠল!
চুম্বকীয় আকর্ষণে মন প্রাণ থেকে অদ্ভুত আবেশ তৈরি হলো,
সানি পিছু নিয়ে দেখে এক কুটিরের মধ্যে সোনালীর সোনালী বিচ্ছুরণ–
সোনালী বলে চিৎকার করতেই দপ করে নিভে যায় সোনালী আলো!
চারিদিকে অন্ধকার নাটকের অঙ্ক শেষ হলো …
বিশ্রামের পর শুরু হলো দ্বিতীয় অঙ্ক।
সোনালীর কাছে জানতে পারে সানির বাবা হিন্দু কন্যার সাথে নিকা মানতে নারাজ
সন্তানসম্ভবা জেনেও এইরকম জায়গায় রেখে যান!
সোনালী ও তার আব্বুকে প্রতিশ্রুতি দিয়েছিল সানির সাথে জীবনে সাক্ষাৎ করবে না!
সানি ও সোনালীর অবশেষে মিলন হলো
ববি আজ নিজে দাঁড়িয়ে বাবা ও মায়ের মিলন ঘটাল
এরপর দর্শকদের করতালিতে “‘প্রতিশ্রুতি”” নাটকের যবনিকা পাত হলো ।