হৃদয়ে হৃদয় গাঁথি,
চিরউজ্জ্বল মহামিলনের স্মৃতি l”
কল্পনার আকাশে উড়ে যায় রামধনু,
জীবনের রেণু খুলে দেয় মহামিলনের পথ,
ছিলাম অচেনা অজানা পথিক,
শুনেছিলাম সাক্ষাতের মাধ্যমে মহামিলনের আহ্বান l
যে অজানাতে এসেছিলাম পথের প্রভাতে…
“তোমার আমার পদধ্বনি,কালের যাত্রায় তুলেছে
আলোড়ন l
তোমার চিবুকের কাছে চিক চিক রোদে আনখ সমৰ্পণ.. l”
যা কিছু সঞ্চয় ছিলো সবটুকু নিয়ে এসেছি
মহামিলনের ক্ষণে, উজাড় করে দেবো !
ভালোবাসার প্রাঙ্গণ এক বিস্ময়কর মিলনস্থান l
যেখানে মনের সকল আবেগ ভাসায় ভেলা…
“তোমার স্পর্শে সমায়িত সুখের ঘ্রাণ,
ভুলিয়ে সকল মান -অভিমান,ভরিয়ে দাও এই তুচ্ছ প্রাণ l”
জোৎস্না রাতের অন্ধকার হাতড়ে ক্ষণে ক্ষণে হৃদয়ের অট্টহাসি……
“আবরণহীন দেহের বাঁকে উন্মুখ তোমার চঞ্চলিত মন,
কামনার দহন জ্বালায় বেসামাল ঠোঁটের কাঁপন l”
প্রেম আর অপ্রেমের মাঝে আমাদের উপস্থিতি…
“ডেকে এনেছিল সেই মহামিলনের শুভক্ষণ,
সুখ সাগরে দুটি হৃদয়ের নিবিড় আলাপন l