তার মাথা থেকে পা পর্যন্ত “চাচা
আপন বাঁচা”-র ধ্রুপদী চলচ্চিত্র ;
যদিও নিজেকে সে তুলতে চায় সে মাচায়,
ভুলে যায়, যারা গতকাল ছিল মিত্র
এখনো পচছে খাঁচায়…
কিন্তু সে বেপরোয়া |
“আগে নিজে বাঁচো, তবে আকাশ ছোঁয়া
পাহাড়ে উঠবে |” বলেছেন নাকি লেনিন :
বেনামে স্তালিন, স্বপ্নে মাও সে তুং :
“জাহান্নামে যে যাবে, তাকে যেতে দিন—
আবার আসবে বদলা নেবার দিন |
মহান নেতৃবৃন্দ! যে মরে মরুক, আপনারা
সুখে বাঁচুন ||”