বড় বেমানান আমি যেকোনো পার্টিসংস্কৃতির মঞ্চে কিংবা পত্রিকায় ,
ঘরে – বাইরে আমার লড়াই , স্বপ্নেও ।
কুর্ণিশ আর তেলবাজির রাস্তায় আমি অচেনা এক পথিক …..
আমার প্রিয় উজ্জ্বল সূর্য ও মশালের আগুন ,
অন্ধকারে ভয় , সংশয়ে টেনশন বাড়ে , রোজগার হয় না , অপমান , হুমকি নিত্যসঙ্গী হয় ,
বদমাশ আর ধান্দাবাজরা বন্ধু হয় না ।
সচেতন ও লোভহীন বান্ধবীও খুঁজে পাইনি এখনও তাই বাউল হবার ইচ্ছের মুখে ঝামা ঘসে দিয়ে অসুস্হ শরীর আরও অসুস্হ হয় ।
গুমড়ে ওঠা কান্না আর দায়বদ্ধ কবিতায় আমার বেঁচে থাকা ,
মনুষ্যত্বের জন্য লড়াই , মাথা উঁচু রাখার স্বপ্ন দেখি নিঃসঙ্গ আমি ,
বেমানান আমি এই পচা – গলা সিস্টেমে অথবা কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে তবু যুদ্ধ চলে মর্যাদা রক্ষার বিবেক আর বোধের ,
সঙ্গী থাকে কবিতা , ইচ্ছে থাকে অন্ধকারে মশাল জ্বালাবার , আলোর দরকারে ।