বেঁচে থাকতে যার
খবর জানতোনা কেউ,
আজ তার লাশটাকে ঘিরে
কত টানাটানি, কত তদারকি,
কত মানুষের ভিড়!
বেঁঁচে থাকতে যার একটা
পোড়া-রুটির পয়সা জোটেনিকো,
একটা দরাজহস্ত এগিয়ে আসেনি,
আজ তার লাশটাকে ঘিরে
হাজার মানুষের শোরগোল!
ফুল মালা হাতে,
কে আগে দখল নিতে পারে,
তার-ই লড়াই চলে!
কোন্ রঙের পতাকায় মুড়ে,
কোন্ মিছিলের পুরোভাগে
শোভা পাবে কে জানে!
এ পোড়া দেশে জীবন্ত মানুষের
চেয়ে বুঝি মরা মানুষের দাম বেশি!