জীবনতরী আপন মনে
চলছে ভেসে ভেসে।
ভিড়বে কোথায় কোন দরিয়ায়
নুলিয়াদের দেশে।
মন মাঝি তুই বৈঠা নে রে
পার করে দে তীরে।
সাঁতরে যেতে পারছি না তো
দম আটকাচ্ছে ভীড়ে।
মনটা নিয়ে ছিনিমিনি
কাটাছেঁড়া চলে।
বিপদ দেখি উঁকি মারে
পড়ল নাকি ছলে!
মাঝি তুইও দিক হারালি
অকূলে যে ভাসি।
মাঝদরিয়ায় বিপদ বেশি
বাজছে মরণ বাঁশি।
সত্যের রাস্তা ধরলে পড়ে
মিলবে সুখের চাবি।
মনটা আমার খুব উতলা
আমায় নিয়ে যাবি।