টুকরো আকাশ ,কফির কাপে রোদ ঝিলমিল
মনের ঠোঁটে তপ্ত দেহের নিঃশ্বাসে মিল ।
বিটনুনেতে ডুবিয়ে আঙুল,চাখনা দেখা
রাগ রাগিনীর স্বপ্ন জুড়ে ছবিটা আঁকা।
ঠিকানা বিহীন শহর ভরে হোর্ডিং-এর ভীড়
জানলার কাঁচ, দুই শালিখের কিচকিচ মীর।
অকাল বাদল,বানভাসি পথ, মেঘভাসি আজ,
ছেঁড়া বোতামের পরেছে হটাৎ দরকারি কাজ।
সেলফোনেতে রিংটোন আজ বাজছে সুরে
মনকেমনের বৃষ্টিগুলো বিকেল জুড়ে।
চল একছুটেতে পালাই দূরে ,তেপান্তরে
মেঘ পালকের আঁচল এখন রঙে ভরে।
তারার আলো আগল খুলে সূর্যের গায়ে
মন মানসীর নূপুর জোড়া উঠলো পায়ে ।
রংধনুকের ছবিতে সাজা বালিশ তোষক
চাদর জুড়ে কবিতা লেখে পলাশ অশোক।
মন পেনসিল থামলো এবার কাগজের নায়ে
আখর ভরা শব্দনদীর রিমঝিম লয়ে ।