চটুল চোখের মুচকি হাসি আমার পানে,
রসরঙ্গে পরাণ কাতর প্রিয়ার বাণে।
হৃদ- যমুনায় ঢেউ যে খেলে,
মন ভ্রমরী পাখনা মেলে,
ছুটে চলি সকল ফেলে।
রূপের দ্যুতি চমক জাগায় বাহার খিলে,
দিল ডুবেছে চন্দ্রমুখীর প্রেমের ঝিলে।
খোয়াব দেখি দারুণ সুখে,
আঁকছে সোহাগ আমার মুখে,
খোয়াব টুটতে মনটা দুখে।
বিভোর আমি দিওয়ানা যে প্রেম তিয়াসে,
দিল কি বাতে বলবো দিয়ে ফুলের রাশে।
সিরাজী ভি দেবো ছেড়ে,
তারা ফুলে দেবো পেড়ে,
খোপায় শোভা বাড়বে যেরে।
খিলতি হোয়ি রূপটি তোমার দেখতে থাকি,
মনের মাঝে ভালোবাসায় ছবি আঁকি।
তোমার প্রেমে পাগল হিয়া
স্বপ্ন সাজে তোমায় নিয়া
স্নিগ্ধ প্রেমে জ্বলে দিয়া।
থাকবো দু’জন মিলেমিশে বসত গড়ে
নিবিড় প্রেমে ভাসবো দোঁহে সুখের ঘরে।
হৃদয়বীণায় মধুর সুরে
প্রীতির ছায়ে রইবো জুড়ে
হাতটি ধরে প্রণয় পুরে।