কোন স্রোতে যে মন ভেসেছে
অনেক দিনের পর
আমার মনে জ্বর।
কি মেঘ করে বারি ঝরে
ভেজেনা অন্তর
কে যে আপন পর।
তাইরে নাইরে নাইরে নানা
সবাই বলে কাঁদতে মানা
খোলামকুচির ঘর।
সে ঘর ভাঙে অনেক দুখে
সুখ টা পালায় বিরস মুখে
ধু ধু বালুর চর।
নতুন কালো মেঘ জমেছে
চাতকিনী সার বুঝেছে
বৃষ্টি ঝরে পড়।
মন পুড়েছে শরীর পোড়ে
কোথায় বৃষ্টি পড়লো নারে
আমার মনের ঘর।
ঝিনুক বুকে মুক্তো ধরে
বালির কণা বুকে পোরে
মুক্তো মালা পর।
চোখের জলের করুণ গীতে
বাঁধ ভাঙা জল গড়ায় বুকে
কি করবি তুই কর।।